বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় ক্যান্সার ও হার্টের রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা ও খোঁজ নিয়েছেন। তার নির্দেশনায় আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা গাবতলী উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চার জন ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীর বাড়িতে যান। সেখানে তারেক রহমানের দেয়া চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারের খোঁজ-খবর নেন জেলা যুবদল। পরবর্তীতে তাদের চিকিৎসা সহায়তায় ও পাশে থাকার অঙ্গীকারও করেন তারা। যুবদল নেতাকর্মীরা গাবতলী উপজেলার লাংলু গ্রামের দক্ষিনপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, লাংলু মধ্যপাড়া গ্রামের রোগী সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রোগী আকমাত উল্লাহকে সহায়তা দেয়া দেন। পরে লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিমদের উন্নতমানের খাবারে সহযোগিতা করা হয়।যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় গাবতলীর মানুষের খোঁজ খবর রাখেন, আজকের সহযোগিতা তার নির্দেশে দিতে এসেছি এ সময় খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়াও চান তিনি। যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বগুড়াসহ দেশের উন্নয়ন কাজ গুলো যেন করতে পারেন। সহযোগিতা বিতরনকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম, জেলা যুবদল নেতা সুমন,গাবতলী উপজেলার আহ্বায়ক আরিফুর রহমান মজুনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান রুহিন, আনোয়ার হোসেন,দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।