বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দল ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলঢাকা উপজেলায় বর্ণাঢ্য রেলী ০৩ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকারের সময় নীলফামারী জেলা জলঢাকা উপজেলা পৌর শাখা মিছিল বের করেন সেখানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সভাপতি মীর সেলিম এবং জলঢাকা মেয়র ফাহমিদুল হাসান কমেন্ট চৌধুরীরনেতৃত্বে সর্ব অঙ্গ সংগঠন মিছিলের যোগদান করেন। নীলফামারী ৩ আসনে ধানের শিষের কান্ডারী হিসেবে গড়ে তুলতে চান। আলহাজ্ব সৈয়দ আলী এবং ফাহামিদুল হাসান কমেন্ট চৌধুরীএকসঙ্গে কাজ করার আহ্বান জানান। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন তাঁতি দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের উপজেলা এবংইউনিয়ন নেতাকর্মী মিলে প্রায় ১০০০০ লোক মিছিলটি তেল পাম হতে জলঢাকা সরকারি ডিগ্রী কলেজ হতে ঘুরে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত চলে। দেশের বিভিন্ন রকম ষড়যন্ত্র পায় তারা চলতেছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহবান করেন। এদেশের মানুষ সরকার গঠন করে দেশ পরিচালিত করতে চায় জনগণের আকাঙ্ক্ষা বিএনপিতে সবাই ধানের শীষে ভোট তো করার জন্য আহ্বান করেন। যেন সামনের দিনে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন করবে।