বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে ছাত্র-ছাত্রী ও দায়িত্বশীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান (শিমুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (রংপুর – দিনাজপুর অঞ্চল) সহকারী সেক্রেটারী জেনারেল ও পরিচালক মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক,রংপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।