সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা রুনা।
সভাপতিত্ব ও সঞ্চালনা :-
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বশির উল্লাহ বশির।
সঞ্চালনা করেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সাকিব বাবু এবং সহ-সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল হক টিপু।
বক্তাদের বক্তব্য :-
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রদলই হবে জনগণের আস্থা ও ভরসার নাম। মাদক, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়বে ছাত্রদল কারণ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে রাজনীতি করে, তাই শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকবে।”
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেন,
“সংগঠনের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্তি নয়, ঐক্যই আমাদের শক্তি।”
ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা রুনা বলেন,
“ছাত্রদলই আগামী দিনের জাতীয় নেতৃত্ব গড়ে তুলবে। এই কর্মীরাই একদিন দেশের রাজনীতির মেরুদণ্ড হয়ে উঠবে।”
সম্মেলনের বার্তা :-
সম্মেলনে বক্তারা ছাত্র রাজনীতির গুরুত্ব, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তারা ছাত্রদলের প্রতিটি কর্মীকে সংগঠিত থাকার আহ্বান জানান এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।