1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপি সদস্য কবিরুল হক মুক্তিকে দেখতে আদালত চত্বরে অভাবনীয় কান্ড! পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় বিএনপির মত বিনিময় সভা পুঠিয়ায় দালাল সাংবাদিকদের দৌরাত্মে অসহায় সাধারণ জনগণ টাংগাইলের নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দখল ও গাছ কাটার অভিযোগ ‎গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন টাঙ্গাইলের ধনবাড়ীতে ইমামকে লাঞ্চিতের, অভিযোগে রাস্তা অবরোধ ত্রিমুখী সংঘর্ষে আহত নিলয়ের দৃষ্টিশক্তি ঝুঁকিতে, চিকিৎসকরা বলছেন ক্ষতিগ্রস্ত চোখে দেখার সম্ভাবনা মাত্র ১%

সোনাগাজীতে দীর্ঘ দিন ধরে ছাত্রদলের কমিটি না থাকায় জিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রায় এক বছর ধরে ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি নেই। দীর্ঘ দিন ধরে কমিটি না থাকায় জিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। ফলে নেতৃত্ব সংকটে ভুগছে সাধারণ নেতাকর্মীরা। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝেও রিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতৃত্ব দেওয়ার মত নেতারাও আশানিরাশার দোলাচলে হতাশায় ভুগছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতেও আগ্রহ হারাচ্ছেন কেউ কেউ। সংশ্লিষ্টরা মনে করছেন, সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং আগামীর নেতৃত্ব প্রস্তুত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া প্রয়োজন। কিন্ত কবে নাগাদ কমিটি ঘোষণা হতে পারে, সেটার সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনাও পাচ্ছেনা নেতাকর্মীরা। ৩১ সদস্যের একটি আহবায়ক কমিটি দিয়ে পার হয়েছে চার বছরেরও অধিক সময়। দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে সর্বশেষ মো. মাইনুল হককে আহবায়ক ও নুর আলম সোগাগ কে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। আহবায়ক মাইনুল হক জীবীকার তাগিদে ইউরোপ চলে যান। ২৪ সালের অক্টোবরে ছাত্র ও যুবদলের দৃই গ্রুপে সংঘর্ষের জেরে ৩০ অক্টোবর ওই আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সে থেকে আর কোন কমিটি গঠন করা হয়নি। বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালন করতে থাকে। ছাত্র থেকে নেতা তৈরি হওয়ার যে প্রবণতা সেটার প্রতি অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ হতাশা প্রকাশ করে বলেন, কমিটি না থাকার কারণে ছাত্রদলের নেতাকর্মী দিশাহীন হয়ে পড়েছে। যার ফলে নেতৃত্বের সংকটে ভুগছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রুত কমিটি গঠনের দাবি জানান তিনি। সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি না থাকায় নেতাকর্মীরা নেতৃত্ব নিয়ে বিভাজিত হয়ে পড়েছেন। দ্রুত একটি গ্রহনযোগ্য কমিটি ঘোষণা দিয়ে নেতাকর্মীদের মাঝে ঐক্য ফিরিয়ে আনতে হবে। নির্বাচিত কমিটি না থাকায় এখন কেও কারো কথা শুনতে চায়না। সবাই জনে জনে নেতা হতে চায়। এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে নতুন একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, প্রায় এক বছর কমিটি না থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, সহসাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে আলাপ করে নতুন কমিটি ঘোষণা করা হবে। আমরা চেষ্টা করছি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখতে। উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা বলেন, বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের কমিটি দীর্ঘদিন না থাকা অত্যন্ত দু:খজনক। দ্রুত কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি না থাকায় নেতাকর্মীরা হতাশায় ভুগছেন। আমি চাই দ্রুত একটি কমিটি ঘোষণা করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com