1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

ইস্পাতের ন্যায় কঠিন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল

আবদুর রহিম 
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

বিএনপির দলীয় কার্যক্রম  নির্বাচনের আগে তুলনায় নির্বাচনের পরে অনেকটাই পিছিয়ে পড়েছে, বলতে গেলে প্রায় ঘা ডাকা দিয়ে পড়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন করে কেন্দ্রীয় কি নির্দেশনা আসছে?  এই বিষয়ে প্রশ্ন করা হলে

নোয়াখালী হাতিয়া  উপজেলা ছাত্রদলের

আহ্বায়ক আরেফিন আলী

 সদস্য সচিব রিয়াজ মাহমুদ এবং

যুগ্ম আহ্বায়ক এমএইচ হালিম সম্মিলিত এক সাক্ষাৎকারে জানান–

আহ্বায়ক  আরেফিন আলী বলেন- যে বয়সটা কিংবা যে সময়টুকু থাকার কথা ইউনিভার্সিটির বারান্দায়, আজ সে সময়টুকু কাটাচ্ছি মিথ্যা মামলা হামলার ভোজা নিয়ে জেলখানা আর কোর্ট কাছারির বারান্দায়।

অপরাধ শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ কে ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েছি এটাই আজ আমাদের অপরাধ।

তিনি আরো বলেন- যতই মামলা হামলা হোক না কেনো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাতিয়া উপজেলা ছাত্রদল  এক ইঞ্চিও পিছো পা হবে না হবে না!

স্বৈরাচার হাসিনাকে সরকার মনে রাখতে হবে, বিএনপি কোনো উড়ে এসে জুড়ে বসা দল নয়। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া,  বাংলার ১৮ কোটি মানুষের গনতান্ত্রিক মুক্তিকামী, আশার প্রতীক,  এটা সাধারণ মানুষের রক্তে মিশে থাকা দলের নামই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তিনি বলেন- হাতিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে  আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের নবীন নির্বাচিত সকলকে স্বাগত জানাই, এবং আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের ফয়সালা এবং তার নির্দেশে আমরা প্রতিটি বাঁধা অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ।  এই দেশকে এই দেশের মানুষকে এই স্বৈরাচারী মাফিয়া অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইস্পাতের ন্যায় নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে

সদস্য সচিব রিয়াজ মাহমুদ বলেন -দেখুন সাইড লাইনের বাহিরে থেকে খেলা উপভোগ করতে কিন্তু আমরা খুব স্বাচ্ছন্দ বোধ করি।প্রকৃতপক্ষে মাঠে যারা খেলে খেলোয়াড়েরা তাদের সর্বোচ্চ দিতে চেষ্টা করে।বিএনপি ঘা ডাকা দেয়নি বরং ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে কিভাবে অবৈধ সরকার উৎখাত করা সেরকম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সুতরাং বিএপির মূল লক্ষ্যই দেশের এবং দেশের মানুষের অধিকার আদায় করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

আমরা গত প্রায় ১৭-১৮ বছর লড়াই এবং সংগ্রামের মধ্যদিয়ে পার করছি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ বাস্তবায়নে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী সকল সৈনিকরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

রিয়াজ মাহমুদ আরো বলেন-আপনারা জানেন দেশে একটি ফ্যাসিষ্ট সরকারের অপশাসন চলছে।যেখানে আইনের শাসন নেই বললেই চলে।যেখানে আইনের দোহাই দিয়ে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায়ে রুপ দিচ্ছে।আপনারা জানেন গত ২৮শে অক্টোবর থেকে সারা দেশে আটককৃত নেতাকর্মীদের আইনগত সহযোগিতার জন্য ঢাকা সহ দেশের সকল জেলা উপজেলা পর্যন্ত কমিটি গঠন করা হয়েছ।যেহেতু দেশে আইনের সঠিক চর্চাই নেই সেজন্যই নেতাকর্মীদের মুক্তিতে কালবিলম্ব হচ্ছে।

বিএনপি যেহেতু এদেশের সাধারণ মানুষের দল সুতরাং গণতান্ত্রিক ভাষায় বিএনপি বিশ্বাস করে people are the source of power.(জনগনই সকল ক্ষমতার উৎস)

 যুগ্ম আহ্বায়ক এমএইচ হালিম আরো বলেন-

আমরা হতাশ নয় আমাদের বিশ্বাস গনতন্ত্র ফিরে আসবে ছাত্রদলের কঠিন আন্দোলন দিয়ে আর এই আন্দোলন  খুব কঠোর ও ক্লান্তিহীন হবে।

 আমাদের বিশ্বাস এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তাদের আপন করে নিয়েছে আমাদের  নেতা আগামীর রাষ্ট্র  নায়ক জ্বনাব তারেক রহমান আসবে এদেশের মাঠিতে ইনশাআল্লাহ  সেটা আর বেশি দূরে নয়!

রাত যতই গভীর হয় প্রভাত ততই নিকটে আসে, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com