চট্টগ্রামে বিএনপির ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিনে চান্দগাঁও ওয়ার্ড আওয়ামিলীগের শান্তি সমাবেশ।
চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বিএনপির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ষ্ট দফায় ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে স্বাভাবিক রয়েছে যান চলাচল, খোলা রয়েছে স্কুল কলেজ ও অফিস আদালত। বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশে করেছেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামিলীগ চট্টগ্রাম মহানগর।
৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামিলীগের আহবায়ক নুর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে এবং ৪নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ সাইফু সঞ্চালনায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করেন ওয়ার্ড আওয়ামিলীগ।
এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মঈনউদ্দীন,মোতাহের হোসেন, নুরুল আব্বাস,সরোয়ার খান,বিবুতি বাবু, শহিদুল আজম আহাদ, নুর মোহাম্মদ খোকন, বি ইউনিট আওয়ামীলের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বাবুল, এ ইউনিট আওয়ামীলিগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মহানগর যুবলীগ নেতা জাহেদ আহমেদ চৌধুরী বাবর,ওয়াহেদুল আলম ওয়াহিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিন চৌধুরী, মোঃ আবু সাঈদ,জাহিদ প্রমুখ।
আরো উপস্তিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলো।