আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নড়িয়া-সখিপুর নিয়ে গঠিত সংসদীয় আসন শরীয়তপুর-২ এ।
এই আসন থেকে এবার মোট ১০ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। তবে এখানে ভোটের লড়াইয়ে আছেন মূলত দুইজন। বর্তমান সংসদ সদস্য এবং মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হোক শামীম (নৌকা) এবং সাবেক ডেপুটি স্পিকার মরহুম কর্নেল (অব:)শওকত আলীর ছেলে ডা: খালেদ শওকত আলী (ঈগল পাখি) মার্কায় প্রতিদ্বন্দীতা করছেন ।
ইতিমধ্যে নির্বাচন মাঠ বেশ জমে উঠেছে। এরই মাঝে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে কিছু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রচার প্রচারনার শেষ পর্যায়ে এসে প্রার্থীরা প্রতিটি বাসা- বাড়ি, হাট- বাজার, রাস্তা- ঘাট যেখানে ভোটার পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন। দুই প্রার্থীই দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
ভোটে জয়ের ব্যাপারে দুই প্রার্থীই বেশ আশাবাদী। ভোটাররাও অতি উৎসাহে অপেক্ষা করছে একটি সংঘাতহীন সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার।