সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতরাত চারটার সময় অফিস রুমেতালা ভেঙ্গে প্রায় আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল লুটেপুটে নিয়ে গেছে চুরচক্র। ওই বিদ্যালয়ের নস্য প্রহরীজনাব কামাল হোসেন বলেন আমি রাত চারটার সময় মসজিদে নামাজ পড়তে গেলে অফিস রুমে তালা ভেঙ্গে অফিস রুমে প্রবেশ করে দুইটা প্রজেক্টর মাইক্রোফোন সাউন্ড বক্স দুইটা ওয়াই ফাই রাউটার এবং অফিস কক্ষের আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।ঘটনা জানার পর অত্র বিদ্যালয়ে উপস্থিত বহুরিয়া ইউনিয়নের সাবেক সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন কালমেঘাতে চোরের এবং মাদকের ব্যাপক বিস্তার লাভ করছে গত কিছুদিন আগে আমাদের কালমেঘাগ্রামের লাস্ট সীমান্তে সালদহ নদীর ব্রিজ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু এখনো কোন প্রতিকার পাচ্ছি না এবং কালমেগা প্রায় মাঝে মাঝেই গরু চুরি ঘটনা ঘটছে আমি সখিপুর প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা অতি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ মোশারফ মাস্টার তিনি বলেন ঘটনাটি আমি শুনছি তাৎক্ষণিক আমি বিদ্যালয়ে এসেছি এসে দেখলাম ঘটনাটি অত্যন্ত দুঃখজনকআমি প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।