খুলনক লবনচরা থানাধীন ছাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে লবনছড়া থানা পুলিশ চেকপোস্ট চলাকালীন ঢাকা হইতে খুলনা গামী টুংগীপাড়া এক্সপ্রেস গাড়ির যাত্রী খোরশেদ আলম (৪৮)
পিতা – রমজান আলী সাং মাজের ট্যাক, থানা,বিশ্যামপুর, জেলা সুনামগঞ্জকে চেক করিয়া তাহার ব্যাগের ভেতরে থাকা ১০ বান্ডিল( ৫০০ টাকার নোট) মোট ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়ন করা হচ্ছে।