বাংলাদেশের শ্রমিক অংগনে এমন কিছু নাম আছে, যা শুনলেই চোখে ভেসে উঠে শ্রমজীবী মেহনতি মানুষের প্রতিচ্ছবি, তেমনি একটি নাম লায়ন ফরিদ আহমেদ। যিনি একজন অত্যন্ত সৎ, ভদ্র মার্জিত সুশিক্ষিত, দানবীর ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সন্মুখসারির বীরযোদ্ধা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ জনপ্রিয়তা ও প্রচারণায় সবচেয়ে এগিয়ে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর পরই লায়ন ফরিদ আহমেদ সম্ভাব্য প্রার্থী হিসাবে গণসংযোগ, উঠোন বৈঠক, সভা সমাবেশ করে প্রার্থীতা জানান দিচ্ছেন। পাশাপাশি ভোটারদের দোয়াও চাচ্ছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সবাই নেতা হতে চায় কিন্তু খুব কম মানুষই পারেন সৎ যোগ্য নেতা হতে। লায়ন ফরিদ আহমেদ একজন সৎ ও শ্রমিক নেতার প্রতিচ্ছবি। যিনি নিজের সুবিধার কথা না ভেবে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার সম্মান আর নিরাপত্তা নিশ্চিত করতে দিনের পর দিন লড়ছেন। সেই দিক থেকে এলাকার মানুষ গর্বের সঙ্গে লায়ন ফরিদ আহমেদকে শুধু একজন শ্রমিক নেতা নয়, শ্রমিকের বন্ধু, অভিভাবক ও অনুপ্রেরণার কর্ণধারক বলেও মনে করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নে ধানের শীষের প্রতীকে তিনি প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও তারা আশা করেন। লায়ন ফরিদ জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কৃষক শ্রমিক জনতার একতা সু-দৃঢ় করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক, শ্রমিক, জনতার পাশাপাশি নতুন প্রজন্মের প্রথম ভোটাররা ধানের শীষে ভোট প্রদানের মধ্যে দিয়ে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও আশা ব্যক্ত করেন।