বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বুধবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মিলনায়তনে পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবরের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
এসময় বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন চেয়ারম্যান, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর সিদ্দিক মারুফ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।