বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল শ্রীপুর পৌর শহরে প্রদক্ষিণ করে।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলামের পরিচালনায় শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।
আনন্দ র্যালীতে উপজেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ শিক্ষক, আলেম ওলামাগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।