1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শিবগঞ্জ মোকামতলায় ৮ কেজি গাজাঁসহ ২ গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার গাজীপুরের কা‌শিমপুরে দুর্গা পূজার প্রতীমা ভাংচু‌র করল দুর্বৃত্তরা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ যে সীমান্তে প্রাণ গেছে ফেলানীর সেই সীমান্তে অতন্দ্র প্রহরীর চাকরি পেলেন তার ছোটভাই প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণের ঘটনায় দুই আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া সড়কের বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মদ তৈরির উপকরণ উদ্ধার ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ গ্রেফতার নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকীতে স্কুলপথে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

পঞ্চগড়ে এনসিপির রাজনৈতিক কর্মশালা ও সমন্বয়সভা

আফসানা সেতু
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে ০৫ সেপ্টেম্বর(শুক্রবার)  অনুষ্ঠিত হলো “বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভা”। কর্মশালায় দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা, বিচার বিভাগের সংকট এবং ভবিষ্যৎ সাংবিধানিক সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বাংলাদেশে টেকসই গণতন্ত্র গড়ে তুলতে হলে প্রথমেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তিনি মনে করেন, বিচার ব্যবস্থার শুদ্ধতা ও সাংবিধানিক সংস্কার ছাড়া কোনো জাতীয় নির্বাচন অর্থবহ হতে পারে না। তাই গণপরিষদ নির্বাচনই হবে রাষ্ট্র সংস্কারের প্রথম পদক্ষেপ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নতুন সংবিধান প্রণয়ন। বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণপরিষদের মাধ্যমে জনগণকেই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে।
বিশেষ আলোচক হিসেবে বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ কঠোর ভাষায় বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হতে পারে না। তিনি স্পষ্ট করে জানান, যদি নির্বাচন হয় তবে সেটি কেবল গণপরিষদ নির্বাচনই হবে। জনগণ অস্থায়ী সমাধানে আর বিশ্বাস করে না, তারা চায় স্থায়ী রাষ্ট্র সংস্কার।
সভায় আরও বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুহম্মদ হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সদর উপজেলা প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম এবং পঞ্চগড় জেলা যুবশক্তির আহ্বায়ক আবু কায়েস। বক্তারা সবাই একমত হন যে সময় এসেছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর। পুরনো কাঠামো ভেঙে নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে।
 এই কর্মশালায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ইউনিয়ন পর্যায়ে কর্মশালা আয়োজন, এবং জনগণের মতামত সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com