বৈষম্য ও ঘুষ দুর্নীতির হাত থেকে বাংলাদেশকে মুক্ত
করে ন্যয় ইনসাফ প্রতিষ্ঠার জন্যে জামায়াতের হাতে দেশের নেতৃত্ব তোলে দিতে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচন তারই সুচনা মাত্র। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে সবসময়ই প্রস্তুত তবে নির্বাচনের আগে গনহত্যার বিচার, রাষ্ট্রীয় মৌলিক সংস্কার ও জুলাই আন্দোলনের আইনগত স্বীকৃতি সম্পন্ন করে সে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর -০১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী।
এছাড়াও আজ ১২ই সেপ্টেম্বর শুক্রবার বকশীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের টালিয়াপাড়া, মাষ্টারবাড়ি টিকরকান্দি গ্রামে গনসংযোগ শেষে টিকরকান্দি বাজারে আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
০৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজুর রহমান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামালপুর জেলা জামায়াতের অর্থ বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক ও বকশীগঞ্জ পৌরসভা শাখার আমীর মাওলানা আবদুল মতিন। বকশীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম সহ অন্যান্যের মধ্যে শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী রাসেল মাহমুদ, স্থানীয় জামায়াত বেতা আবদুল মোমিন,মাওলানা ঈমান আলী প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথি নাজমুল হক সাঈদী ২০২৪ এর জুলাই আন্দোলনের পর থেকে জামায়াতের কার্যাবলী সহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে জামায়াতের ভুমিকা উল্লেখ করে দুর্নীতি মুক্ত ও বৈষম্য হীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর প্রতি জনগণের সমর্থন কামনা করেন। বাংলাদেশকে বৈষম্য মুক্ত সমৃদ্ধ দেশে উন্নীত করতে জুলাই ঐক্যের মত দেশপ্রেমিক দল সমুহের জাতীয় ঐক্যের আহবানও জানান। এর আগে তিনি পৌর এলাকার গণসংযোগ করেন এবং সভায় টিকরকান্দি গ্রামের একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়।