বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন একটি শোষণ-বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধশালী কল্যাণময় রাষ্ট্র তৈরির জন্য। কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য মুক্তিযোদ্ধারা জীবন দেয়নি, তারা কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য জীবন দেয়নি। তারা পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক নীপিড়ন থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলেন। কিন্তু দেশ স্বাধীনের পর চেতনা ব্যবসায়ী আওয়ামীলীগ বাংলাদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন শুরু করে ছিল। তারা বিরোধী মতকে দমন করেছিল। বাক স্বাধীনতা বন্ধ করেছিল, ভোটের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমায় বার বার ভোটের অধিকারের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। দেশ স্বাধীন হলেও মানুষের মুক্তি মেলেনি। তাই ২০২৪ সালে ছাত্র-জনতা এদেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন সংগ্রাম করার ফলশ্রুতিতে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী সদর ইউনিয়ন যুব জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী আরও বলেন, মনোয়ন বানিজ্য, কালো টাকার ছড়াছড়ি রোধে, জনগণের ভোটাধিকার রক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু একটি দল পিআরের বিরুদ্ধে অবস্থান করছে। আমাদের বন্ধু কিছু দল আওয়ামীলীগের ভাষায় কথা বলছে। আগামী নির্বাচন হবে জনকল্যাণ মুখী। পেশি শক্তি দেখিয়ে জনগণের ভোট আদায় করা যাবে না। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আপনাদের সেবক হয়ে থাকবো। আমার দ্বারা একটি টাকারও দূর্ণীতি হবে না। আমার বাবা আল্লামা সাঈদী দুই বার এমপি ছিলেন। তিনি কোন দূর্ণীতি করেননি। আমি এ উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমিও কোন দূর্ণীতির সাথে জড়িত ছিলাম না যার প্রমাণ আপনারা পেয়েছেন।
সমাবেশে ইন্দুরকানী উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা ফারুক হোসাইনের সভাপতিত্বে ও ইন্দুরকানী সদর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান নাঈমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান রাতুল, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মাষ্টার মোহাম্মাদ ছবির খান, ইন্দুরকানী সদর ইউনিয়ন যুব জামায়াতের সহ-সভাপতি মোঃ রাসেল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন শেখ, অফিস সম্পাদক মোঃ সায়েম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারী মোঃ মাহাবুব হোসেন প্রমুখ।