ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর হিন্দু পাড়ায় সালিশী বৈঠকে আতর্কিত বহিরাগতরা হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে। এসময় আত্মা রক্ষায় কয়েকজন পাশে যুবদল কার্যালয়ে আশ্রয় নিলে হামলাকারীরা যুবদল কার্যালয়েও হামলা ও ভাংচুর চালিয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে বহিরাগত ১৫-২০জন এসে অতর্কিত হামলা চালিয়ে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে চেয়ার টেবিল ভাংচুর করে।
যুবদল কার্যালয়ের পাশে দোকানে সালিশী বৈঠক বসে। বৈঠক শুরু হওয়ার আগেই ইয়াছিন ভূঁইয়ার ছোট ভাই রুবেল ১৫-২০জন দুর্বৃত্ত চামলা চালায়। তারা দুই ভাই শনিবার মালদ্বীপ থেকে দেশে আসে।
হামলায় আহত প্রবাস ফেরত নয়ন জানায়, ইয়াছিন ভূঁইয়া, রুবেল ও জামাল উদ্দিন স্থানীয় সাবেক চেয়ারম্যান জানে আলমের সহযোগি ছিলেন।
তারা তিন ভাই এলাকার মানুষকে বিভিন্নভাবে জিম্মি করে রাখার অভিযোগও করেন।
এখনো তারা এলাকায় বিভিন্নভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ২০২৩ সালে যুবদল নেতা জাফর আহমদ মানিকের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে রুবেলের নেতৃত্বে হামলা ও ভাংচুর করা হয়েছে।
ইব্রাহিম খলিল নয়ন জানায়, ২০২৩ সালে ইয়াছিন ভূঁইয়ার মাধ্যমে সে মালদ্বীপ যায়। মালদ্বীপ নেয়ার সময় যে কাজ দেয়ার কথা ছিল সেই কাজ দেয়নি।
পরে সে লেবার হিসেবে কাজ করেন। এবিষয়ে প্রতিবাদ করলে
ইয়াছিন কায়দা করে তার এক লোক দিয়ে সেখানে নয়নের উপর হামলা চালায়। এঘটনায় সে মালদ্বীপে তিন মাস জেলখেটে দেশে চলে আসতে হয়। পরে ইয়াছিনের কাছে ক্ষতিপূরণ দাবী করলে সে সালিশী বৈঠক করার কথা বলে।
সেই মোতাবেক ঘটনার রাতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সালিশী বৈঠক বসে। বৈঠকে ইয়াছিনের ভাই রুবেলের নেতৃত্বে ১৫-২০জন বহিরাগত দুর্বৃত্ত নয়নের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এসযয় নয়ন আত্মরক্ষার জন্য পাশে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে আশ্রয় নেয়।
দুর্বৃত্তরা যুবদল কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় দোকানের মালিক জানায়, সালিশী বৈঠক শুরু হলে কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা যোগে বহিরাগতরা এসে হামলা চালায়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে।
জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার জানান, ওই এলাকায় বিদেশে লোক পাঠানো সংক্রান্ত বিষয়ে একটা সালিশী বৈঠকে হামলার খবর শুনেছি।
এসময় আত্মরক্ষায় যুবদলের কার্যালয়ে আশ্রয় নিলে বহিরাগতরা পাশের যুবদলের কার্যালয়ে হামলার খবর স্থানীয় যুবদল নেতাকর্মীরা জানিয়েছেন। যেহেতু হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে সেহেতু পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নিবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, বিদেশ পাঠানো সংক্রান্ত বিষয় নিয়ে সালিশী বৈঠকে কথাকাটাকাটি হয়েছে বলে শুনেছেন। যুবদল কার্যালয়ে ভাংচুরের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।