শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার(২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সহনশীল ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের নাগরিক হিসাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।”
হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা সবাই উৎসবের আনন্দে নির্ভয়ে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা পালন করুন।”
বিএনপি নেতারা সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিশ্বাসী উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের পাশাপাশি নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার শুভেচ্ছাকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।